বাংলা নববর্ষে সরকারি উদ্যোগে সাশ্রয়ী মূল্যে মাছ বিক্রয়
নিজস্ব প্রতিনিধি || বাংলা নববর্ষ উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে রাজ্যে প্রায় ৬,০০০ কেজি মাছ সরকারি মূল্যে বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য রাজ্যের বিভিন্ন স্থানে ২১টি মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস।
মন্ত্রী জানান, মৎস্য দপ্তরের নিজস্ব ফার্ম ও সমবায় সমিতির মৎস্য ফার্ম থেকে এই মাছ সরবরাহ করা হবে। নববর্ষের দিনে প্রধানত রুই, কাতল, কার্প, মৃগেল ও সিলভারকার্পসহ ৪-৫ রকমের মাছ বিক্রি হবে। মাছের দাম সম্পর্কে তিনি বলেন, রুই, কাতল, কালিবাউশ ও সিলভারকার্পের ক্ষেত্রে ১ কেজির নিচে ২২০ টাকা, ১-২ কেজি ২৫০ টাকা এবং ২ কেজির বেশি ৩৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হবে। মৃগেল ও কার্প মাছ ১ কেজির নিচে ২০০ টাকা, ১-২ কেজি ২২০ টাকা এবং ২ কেজির বেশি ৩৫০ টাকা দরে পাওয়া যাবে।
এছাড়া, ত্রিপুরা এপেক্স ফিসারিজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে মহারাজগঞ্জ বাজারে সাশ্রয়ী মূল্যে ইলিশ মাছ বিক্রি হবে। ইলিশ মাছ ৮০০ গ্রাম থেকে ১ কেজির নিচে ১,২০০ টাকা এবং দেড় কেজি ওজনের ইলিশ ১,৫০০ টাকা প্রতি কেজি দরে কেনা যাবে। মন্ত্রী বলেন, নববর্ষে বাজারে মাছের দাম সাধারণত বেশি থাকে, যার ফলে অনেকেই উৎসব পালনে অসুবিধার সম্মুখীন হন। তাই সকল শ্রেণির মানুষের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী সুধাংশু দাস আশা প্রকাশ করেন, ত্রিপুরা সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং নববর্ষের আনন্দ আরও বাড়বে।