নিজস্ব প্রতিনিধি || ত্রিপুরার প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল সংবিধান প্রণেতা ভারতরত্ন ড. বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ড. আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসসি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস বলেন, “ড. আম্বেদকরের সমাজের প্রতি অবদান অতুলনীয়। এসসি সম্প্রদায় থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে তাঁর প্রভাব লক্ষণীয়। বিজেপি সরকারের আমলে তাঁর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।”
এই অনুষ্ঠানের মাধ্যমে ড. আম্বেদকরের আদর্শ ও সংবিধানের প্রতি সম্মান প্রকাশ পায়, যা সমাজের সর্বস্তরের মানুষকে অনুপ্রাণিত করে।