নিজস্ব প্রতিনিধি || আজ প্রদেশ কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদায় পালিত হল ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশীষ সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আশীষ সাহা বলেন, “বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকর ছিলেন সামাজিক ন্যায়বিচারের পথিকৃৎ। সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। বৈষম্য ও অন্যায় দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর জীবন উৎসর্গিত ছিল।” তিনি আরও জানান, নতুন প্রজন্ম বাবা সাহেবের আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করবে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বাবা সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর অবদানের কথা স্মরণ করেন।