হিসারে নতুন বিমানবন্দর টার্মিনালের ভিত্তিপ্রস্তর, ওয়াকফ আইন সংশোধনীতে দরিদ্রদের কল্যাণের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী মোদী
নিউজ ডেস্ক || হরিয়ানার হিসারে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং অযোধ্যার উদ্দেশ্যে নতুন বিমান সংযোগের সূচনা করেন। এই অনুষ্ঠানে তিনি দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ সালের আগে দেশে মাত্র ৭৪টি বিমানবন্দর ছিল। এখন তা বেড়ে ১৫০টিরও বেশি। গত ৭০ বছরে যেখানে ৭৪টি বিমানবন্দর তৈরি হয়েছিল, সেখানে আমাদের সরকার দ্রুত গতিতে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে। বিমানযাত্রীর সংখ্যা বাড়ছে, আর বিমান সংস্থাগুলি ২০০০টি নতুন বিমানের অর্ডার দিয়েছে।” তিনি জোর দিয়ে বলেন, সরকার একদিকে যোগাযোগ বৃদ্ধি করছে, অন্যদিকে দরিদ্রদের কল্যাণ ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করছে।
ওয়াকফ সংশোধনী আইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ওয়াকফের নামে লক্ষ লক্ষ হেক্টর জমি রয়েছে। এই সম্পত্তি থেকে দরিদ্রদের সুবিধা দেওয়া হলে তাদের জীবন উন্নত হত। কিন্তু ভূমি মাফিয়ারা এর সুবিধা নিচ্ছে। নতুন ওয়াকফ আইন এই লুটপাট বন্ধ করবে। কোনও আদিবাসীর জমি বা সম্পত্তি ওয়াকফ বোর্ড স্পর্শ করতে পারবে না। দরিদ্র মুসলিম ও পাসমান্ডা মুসলিমরা তাদের অধিকার পাবেন। এটাই প্রকৃত সামাজিক ন্যায়বিচার।”
এই উদ্যোগগুলির মাধ্যমে সরকার দেশের উন্নয়ন ও ন্যায়বিচারের পথে আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।