প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা
নিউজ ডেস্ক || বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি তার শুভেচ্ছা বার্তায় কৃষকদের অধিকার প্রতিষ্ঠা ও দেশের কৃষি উন্নয়নে কৃষক লীগের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষকদের সংগঠিত করতে এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।”
তিনি আরও জানান, কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের প্রধান শক্তি। তাদের রাজনৈতিক অধিকার ও জীবনমান উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি ও গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তিনি বলেন, “বাংলার কৃষকরা শত প্রতিকূলতার মধ্যেও এই মাটিকে সোনালী ফসলের জন্য প্রস্তুত করেছে। তাদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস আমাদের গর্বের।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “নগর সভ্যতা যতই অগ্রসর হোক, কৃষকদের অবদান কখনো ভোলার নয়। কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীকে কৃষকের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।”
বিবৃতির শেষে তিনি বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে আবারও শুভেচ্ছা জানান এবং কৃষকদের কল্যাণে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।