নিজস্ব প্রতিনিধি || নেশার টাকা জোগাড় করতে গিয়ে দিনদুপুরে বিশালগড় বাইপাসে বাইসাইকেল চুরির ঘটনায় দুই চোরকে গাড়ি সহ আটক করেছে স্থানীয় জনতা। অভিযুক্তদের বিদ্যুতের খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে উত্তম-মধ্যম দেওয়ার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে যায়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে TR06C1648 নম্বরের একটি তিন চাকার পণ্যবাহী অটো গাড়ি নিয়ে অভিযুক্ত কৌস্তব সরকার (পিতা: ভোলা সরকার, আগরতলা) এবং নয়ন দে (পিতা: নন্দন দে, বাগমা; বর্তমানে আগরতলায় ভাড়া থাকেন) বিশালগড় বাইপাস থেকে দুই দিনমজুর শ্রমিকের বাইসাইকেল চুরি করে। চুরির পর অটোতে করে পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে। তাদের কাছ থেকে ব্রাউন সুগারের কন্টেনার, টাক্কাল এবং তিনটি তালা কাটার ব্লেড উদ্ধার হয়।
স্থানীয়দের দাবি, অভিযুক্তরা নেশার টাকা জোগাড় করতে ব্রাউন সুগার কিনতে এসেছিল। এই সুযোগে তারা ক্ষেতমজুরের দুটি বাইসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছিল। বিশালগড় বাইপাসে ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনায় এই দুই চোর জড়িত বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।