নিউজ ডেস্ক || ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন ত্রিপুরা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মানবাধিকার সুরক্ষা আইন, ১৯৯৩-এর ধারা ২২-এর উপ-ধারা (১)-এর অধীনে তাঁকে তিন বছরের মেয়াদে এই পদে নিযুক্ত করেছেন। তবে, এই নিয়োগ তাঁর ৭০ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
রাজ্যপালের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। বিচারপতি লোধের এই নিয়োগ ত্রিপুরায় মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে এক নতুন দিশা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তাঁর বিচারিক অভিজ্ঞতা এবং দক্ষতা কমিশনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এই নিয়োগের মাধ্যমে ত্রিপুরা মানবাধিকার কমিশন রাজ্যে মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোতে আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।