নিউজ ডেস্ক || গতকাল মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ভারত-মিশর যৌথ কার্যগোষ্ঠীর বৈঠক, যেখানে সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন কায়রোতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত কে. ডি. দেওয়াল, এবং মিশরের পক্ষে ছিলেন রাষ্ট্রদূত ওয়ালিদ আল-ফিকি। উভয় দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পাহেলগাম সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয়। মিশর ভারতের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলে, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে ভারত তাদের পূর্ণ সমর্থন পাবে। দুই দেশ সন্ত্রাসবাদের সকল রূপ ও প্রকারের বিরুদ্ধে লড়াই জোরদার করতে একমত হয়।
বৈঠকে প্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সি এবং সাইবার জগতের অপব্যবহারের মতো উদীয়মান চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। এছাড়াও, মানি লন্ডারিং, মাদক চোরাচালান এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
এই বৈঠক ভারত ও মিশরের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।