নিউজ ডেস্ক || ছামনু ব্লকের প্রত্যন্ত গ্রাম নাতিন মুন, পশ্চিম গোবিন্দ বাড়ি, পূর্ব গোবিন্দ বাড়ি এবং উত্তর লংতরাই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জল, বেহাল রাস্তা ও বিদ্যুৎ পরিষেবার সমস্যায় জর্জরিত। সমস্যা সমাধানে একাধিকবার পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের কাছে আবেদন জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ফলে, আজ ছৈলেংটা-ছামনু সড়কে পথ অবরোধের পথ বেছে নেন তাঁরা। এর জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে, নিত্যযাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
ঘটনার বিবরণে জানা গেছে, প্রায় সাত-আট মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এলাকা সফরে এলে স্থানীয়রা পানীয় জল, রাস্তার বেহাল দশা ও বিদ্যুৎ সংকটের কথা তুলে ধরে সমাধানের দাবি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে আজ স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এই আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তবে, স্থানীয়দের দাবি, অতিসত্বর পানীয় জলের ব্যবস্থা, রাস্তা সংস্কার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা হোক।
এই ঘটনা এলাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।