ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ৪৪তম প্রতিষ্ঠা দিবস ও কার্ল মার্কসের ২০৮তম জন্মদিন পালন: বিজেপি-আরএসএস, সরকারের তীব্র সমালোচনা
নিউজ ডেস্ক || আজ ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনে সমিতির রাজ্য দপ্তরে মহান দার্শনিক ও সাম্যবাদের স্রষ্টা কার্ল মার্কসের ২০৮তম জন্মদিনও পালন করা হয়। অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সহ শহীদদের স্মরণ করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কমরেড সুধন দাস, সভাপতি কমরেড রতন ভৌমিক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন নেতৃত্বরা বিজেপি-আরএসএস পরিচালিত সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
কমরেড সুধন দাস তাঁর বক্তব্যে বলেন, “ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি গঠিত হয়েছিল তপশিলি জাতি সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে। আমাদের প্রধান উদ্দেশ্য এই সম্প্রদায়ের অধিকার রক্ষা ও তাদের উন্নতি সাধন।” তিনি আরও অভিযোগ করেন, “বিজেপি-আরএসএস সরকার সংবিধানের উপর ক্রমাগত আঘাত হানছে। সংবিধানকে পায়ের তলায় রেখে তারা স্বৈরাচারীভাবে দেশ পরিচালনা করছে।”
এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা তপশিলি জাতি সম্প্রদায়ের অধিকার রক্ষা ও সংবিধানের মর্যাদা পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।