নিউজ ডেস্ক || জাতি জনগণনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই চিঠিতে তিনি জাতিভিত্তিক জনগণনা নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। খাড়গে উল্লেখ করেছেন, তেলেঙ্গানা সরকারের মডেল এই ক্ষেত্রে অনুসরণযোগ্য হতে পারে। তিনি আরও দাবি করেছেন, সংরক্ষণে ৫০ শতাংশের সীমা তুলে দেওয়া উচিত এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) জন্য সংরক্ষণের বিধান কার্যকর করা প্রয়োজন।
অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) খাড়গের এই চিঠির তীব্র সমালোচনা করেছে। বিজেপি মুখপাত্র গুরু প্রকাশ আকাশবাণীতে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, সরকার জাতি জনগণনা নিয়ে সিদ্ধান্ত ঘোষণার পর কংগ্রেস কোনো নির্দিষ্ট ইস্যু খুঁজে পাচ্ছে না। তিনি এই চিঠিকে রাজনৈতিক স্বীকৃতি পাওয়ার একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন।
গুরু প্রকাশ আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সাহসিকতার সঙ্গে জাতি জনগণনার সিদ্ধান্ত নিয়েছেন, তা এর আগে কোনও প্রধানমন্ত্রী দেখাতে পারেননি।”
এই ঘটনা জাতি জনগণনা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন বিতর্কের সূচনা করেছে, যা আগামী দিনে আরও তীব্র হতে পারে।