নিউজ ডেস্ক || ভারতের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং অপারেশন সিঁদুরের ঐতিহাসিক সাফল্য উদযাপনের লক্ষ্যে ত্রিপুরার রাজধানী আগরতলার রাজপথে প্রদেশ বিজেপির উদ্যোগে এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এই যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, যেখানে বিপুল সংখ্যক নাগরিক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
এদিনের তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায়, বিধায়ক মীনা রানী সরকার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী মানিক সাহা এই উপলক্ষে বলেন, “গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নির্ণায়ক জয় অর্জন করেছে। এই অপারেশন ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস ও বীরত্বের প্রতীক।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং সেনাবাহিনীর পরাক্রমের ফলে পাকিস্তানের মদতপুষ্ট কাপুরুষোচিত হামলার যোগ্য জবাব দেওয়া সম্ভব হয়েছে। আজকের এই তিরঙ্গা যাত্রা ভারতের সেনাবাহিনীর এই ঐতিহাসিক বিজয়ের প্রতি কুর্নিশ জানানোর একটি প্রয়াস।”
এই তিরঙ্গা যাত্রায় সুশীল সমাজের বিভিন্ন স্তরের মানুষ, ছাত্র-যুবক, বিজেপি কর্মী ও সাধারণ নাগরিকরা উৎসাহের সঙ্গে অংশ নেন। জাতীয় পতাকা হাতে শহরের রাজপথে এই শোভাযাত্রা জাতীয়তাবোধ ও সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার এক অনন্য বার্তা ছড়িয়ে দেয়।