ত্রিপুরার হজ যাত্রীদের মক্কা-মদিনার উদ্দেশ্যে যাত্রা
নিউজ ডেস্ক || আজ ত্রিপুরার মহারাজা বীরবিক্রম মানিক্য বিমানবন্দরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪২ জন হজযাত্রী মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এই যাত্রায় অনেকেই প্রথমবারের মতো হজ পালনের সুযোগ পেয়েছেন, যা তাঁদের মধ্যে বিশেষ আনন্দের সঞ্চার করেছে। বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানাতে তাঁদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন, যা এই মুহূর্তকে আরও আবেগঘন করে তুলেছে।
এক হজযাত্রী জানিয়েছেন, “সারা রাজ্য থেকে ৪২ জন হজযাত্রী আজ মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামী ১৮ মে আমরা কলকাতা থেকে আরব দেশের উদ্দেশ্যে যাত্রা করব। কেন্দ্রীয় হজ কমিটি আমাদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে অসাধারণ সহায়তা করেছে। আমরা আল্লাহর দরবারে সকলের জন্য প্রার্থনা করতে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “হজ বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষার মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে। হজ পালনের জন্য পাঁচ দিনের নিয়ম-বিধান মেনে চলতে হয়, তবে যাতায়াতসহ পুরো যাত্রায় প্রায় এক মাস সময় লাগে।”
কেন্দ্রীয় হজ কমিটির সহযোগিতায় যাত্রীদের সকল প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই আধ্যাত্মিক যাত্রায় ত্রিপুরার হজযাত্রীরা বিশ্বের লাখো মুসলমানের সঙ্গে একাত্ম হয়ে পবিত্র হজ পালন করবেন।