নিউজ ডেস্ক || আজ ১৯ মে, বাংলা ভাষা শহিদ দিবস। ১৯৬১ সালের এই দিনে আসামের শিলচরে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলনরত ১১ জন বাঙালি প্রাণ উৎসর্গ করেছিলেন। এই ঐতিহাসিক দিনটির স্মরণে আগরতলায় ‘আমরা বাঙালি’ দলের শিবনগর রাজ্য কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলের নেতা-কর্মীরা ভাষা শহিদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে তাঁদের অমর ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, “১৯৬১ সালে শিলচরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য ১১ জন বাঙালি, যার মধ্যে একজন নারীও ছিলেন, প্রাণ উৎসর্গ করেছিলেন। আসাম সরকারের অহমীয়া ভাষাকে একমাত্র সরকারি ভাষা ঘোষণার প্রতিবাদে বরাক উপত্যকার বাঙালিরা আন্দোলনে নামেন। ১৯ মে সকাল-সন্ধ্যা ধর্মঘট ও শিলচর রেলস্টেশনে অবরোধের সময় আসাম রাইফেলসের গুলিতে ১১ জন শহিদ হন এবং অর্ধশতাধিক আহত হন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের ভাষা আন্দোলনের নয় বছর পর আসামের বরাক উপত্যকায় বাংলা ভাষার জন্য এই আন্দোলন এক গৌরবময় ইতিহাস। আমরা বাঙালি দল প্রতি বছর এই দিনে শহিদদের স্মরণ করি এবং তাঁদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।”
অনুষ্ঠানে দলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই দিনটি বাঙালি জাতির ভাষা ও সংস্কৃতির প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করে।