নিউজ ডেস্ক || বিশালগড়ের রাউৎখলা এলাকায় আজ দুপুরে এক মর্মান্তিক যান দুর্ঘটনায় অটো চালক সহ চারজন গুরুতর আহত হয়েছেন। টিআর০৭৩২৭৭ নম্বরের একটি অটোর সঙ্গে টিআর০১বিডাব্লউ নম্বরের গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন অটো চালক হরিলাল দেবনাথ এবং যাত্রী মমতাজ বেগম, আকলিমা আক্তার ও সুমন সরকার। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়েল মজুমদার মমতাজ বেগম ও আকলিমা আক্তারের অবস্থা গুরুতর দেখে তাদের জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন।
খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশালগড়ে ঘন ঘন যান দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।