নিউজ ডেস্ক || ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ১৪২ কোটি টাকার “অপরাধলব্ধ অর্থ” গ্রহণের গুরুতর অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার দিল্লির একটি বিশেষ আদালতে ইডি-র পক্ষে অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি রাজু এই অভিযোগ উত্থাপন করেন।
বিশেষ বিচারক বিশাল গগনে-র আদালতে ইডি তাদের চার্জশিটের প্রাথমিক উপস্থাপনায় জানায়, প্রাথমিক তদন্তে গান্ধী পরিবার সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মানি লন্ডারিং-এর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। মামলাটি ২০১৪ সালে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে শুরু হয়। ২০২১ সালে ম্যাজিস্ট্রেট আদালত মামলাটির গ্রহণযোগ্যতা স্বীকার করলে ইডি আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।
আজকের শুনানিতে বিচারক গগনে ইডি-কে নির্দেশ দিয়েছেন, মামলার মূল অভিযোগকারী সুব্রহ্মণ্যম স্বামীকে চার্জশিটের একটি কপি সরবরাহ করতে হবে। এদিকে, সোনিয়া ও রাহুল গান্ধীর আইনি প্রতিনিধিরা আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন, মামলাটি আগামী মাসে শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক, যাতে তারা ইডি-র অভিযোগের জবাবে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেন।
এই মামলা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে, এবং আগামী দিনে এটি আরও জটিল মোড় নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।