নিউজ ডেস্ক || নয়া জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিপর্যয় ডেকে এনেছে বলে অভিযোগ তুলেছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি (এআইএসইসি)- ত্রিপুরা রাজ্য কমিটি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই কমিটি জানিয়েছে, দেশের ১৮টি রাজ্যে বিকল্প জাতীয় শিক্ষানীতি প্রকাশ করা হয়েছে।
কমিটির দাবি, শিক্ষাকে রাজ্য তালিকার একটি বিষয় হিসেবে গণ্য করতে ভারতীয় সংবিধানে সংশোধন আনা প্রয়োজন। এছাড়াও, ৩ থেকে ১৭ বছর বয়সী সকল শিশু ও কিশোর-কিশোরীর জন্য বিনামূল্যে শিক্ষার নিশ্চয়তা প্রদানের দাবি জানিয়েছে তারা।
এআইএসইসি- ত্রিপুরা রাজ্য কমিটির মতে, এনইপি ২০২০ শিক্ষার বাণিজ্যিকীকরণ ও কেন্দ্রীকরণের দিকে ঠেলে দিচ্ছে, যা শিক্ষার গণতান্ত্রিক চরিত্রকে ক্ষুণ্ণ করছে। কমিটির নেতৃবৃন্দ এই নীতির বিরুদ্ধে সর্বস্তরে প্রতিবাদ জোরদার করার ঘোষণা দিয়েছেন।
ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যে শিক্ষার অধিকার রক্ষায় এই সংগঠনের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।