নিউজ ডেস্ক || আজ নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশ নিচ্ছেন। এছাড়াও, বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালগণ, কেন্দ্রীয় মন্ত্রী, নীতি আয়োগের উপ-সভাপতি, সদস্যবৃন্দ এবং সিইও।
এই বৈঠকের মূল লক্ষ্য হল ২০৪৭ সালের মধ্যে একটি “উন্নত ভারত” গড়ে তোলার জন্য “উন্নত রাজ্য” গঠনের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা। দেশের সামগ্রিক উন্নয়নে রাজ্যগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে একটি অভিন্ন মত গঠনের জন্য এই বৈঠক একটি অনন্য মঞ্চ হিসেবে কাজ করছে।
আলোচ্যসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তা উদ্যোগকে উৎসাহিত করা, দক্ষতা উন্নয়নের উদ্যোগ গ্রহণ এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। “উন্নত রাজ্য” ধারণার মাধ্যমে রাজ্য সরকারগুলোকে জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সাহসী, দীর্ঘমেয়াদী এবং অন্তর্ভুক্তিমূলক ভিশন ডকুমেন্ট প্রস্তুত করতে উৎসাহিত করা হচ্ছে।
এই বৈঠক ভারতের উন্নয়নের পথে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টায় দেশকে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে গভীর আলোচনা চলছে।