মুঙ্গিয়াকামি ব্লকের বিআরসি চেয়ারম্যানকে সিপিআইএম–এর দালাল বলে কটাক্ষ মন্ত্রীর, বিজেপিতে যোগ দিলেন ৩৬ জন ভোটার
নিউজ ডেস্ক || কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা মুঙ্গিয়াকামি ব্লকের বিআরসি চেয়ারম্যান সুনীল দেববর্মাকে সিপিআইএম-এর দালাল বলে তীব্র কটাক্ষ করেছেন। শনিবার কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের চিন্তা কুমার মলসুম পাড়ায় আয়োজিত এক যোগদান সভায় তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বিকাশ দেববর্মা অভিযোগ করেন, বিগত ৩৬ বছর ধরে সিপিআইএম-এর পরিচালিত প্রশাসনের কারণে এই এলাকার জনজাতি সম্প্রদায় বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও শিক্ষার মতো মৌলিক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তিনি আরও বলেন, “মুঙ্গিয়াকামি বিআরসি-র বর্তমান চেয়ারম্যান সুনীল দেববর্মা এখনও সিপিআইএম-এর দালালের মতো কাজ করে গরীব জনজাতি মানুষদের সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করছেন।”
সভায় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গৃহীত জনমুখী উন্নয়ন প্রকল্পে ভরসা রেখে চিন্তা কুমার মলসুম পাড়ার ৩৬ জন ভোটার সিপিআইএম সহ বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। মন্ত্রী নিজে তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান। তিনি বলেন, “বর্তমান সরকার গরীব মানুষের সরকার। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
এই যোগদান সভায় বিজেপি জনজাতি মোর্চা ও কৃষ্ণপুর মণ্ডলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, জনগণের অধিকার রক্ষায় বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ এবং দীর্ঘদিনের অবহেলিত জনজাতি সম্প্রদায়ের পাশে দল সবসময় আছে।