ত্রিপুরায় সময়ের আগেই বর্ষার আগমন, মাঝারি বৃষ্টিতে ভিজল রাজ্য
নিউজ ডেস্ক ।। ত্রিপুরায় নির্দিষ্ট সময়ের প্রায় ১০ দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। মৌসম বিভাগ আজ এক বিবৃতিতে এই সংবাদ নিশ্চিত করেছে। এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় রাজ্যের অধিকাংশ এলাকায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।
মৌসম বিভাগ জানিয়েছে, সাধারণত ত্রিপুরায় বর্ষা প্রবেশ করে জুনের প্রথম সপ্তাহে। কিন্তু এবার ২৬ মে-ই আনুষ্ঠানিকভাবে বর্ষার সূচনা হয়েছে। গত বছর ৩০ মে রাজ্যে বর্ষা প্রবেশ করেছিল। এই আগাম বর্ষার ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে মৌসম বিভাগ।
এই বৃষ্টিপাত কৃষি ও পরিবেশের জন্য সুফল বয়ে আনতে পারে, তবে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।