নিউজ ডেস্ক ।। গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমার বিরুদ্ধে তিপরা মথার নেতা প্রদ্যোত কিশোর দেববর্মনের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্যজুড়ে। তিপরা মথা যুব সংগঠন (ওয়াইটিএফ) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কাছে জেলা শাসকের অপসারণের দাবি জানিয়েছে। নতুবা, আগামী চার দিনের মধ্যে গোমতী জেলার সব সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটি।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিপরা মথা যুব সংগঠনের এক নেতা জানান, গতকাল প্রদ্যোত কিশোর দেববর্মন এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (এডিসি) সিইএম জরুরি ভিত্তিতে জেলা শাসক তড়িৎ কান্তি চাকমার সরকারি বাসভবনে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু জেলা শাসক তাঁদের সাথে দেখা করেননি এবং ন্যূনতম সৌজন্যতাও দেখাননি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে তিপরা মথা যুব সংগঠন।
সংগঠনের নেতা বলেন, “জেলা শাসক প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও জনগণের সমস্যা নিয়ে দেখা করতে গেলে সময় দেন না। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা মুখ্যমন্ত্রীর কাছে তড়িৎ কান্তি চাকমার অপসারণ বা বদলির দাবি জানাচ্ছি। তিনি যদি জনসাধারণের কাছে ক্ষমা না চান, তবে আগামী চার দিন পর গোমতী জেলার সব সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
এই ঘটনা রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তিপরা মথা যুব সংগঠনের এই হুঁশিয়ারির পর জেলা প্রশাসনের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, সেদিকে নজর রাখছে সকলে।