নিউজ ডেস্ক ।। ত্রিপুরায় আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি দাবি করেন, বিভিন্ন আঞ্চলিক ও রাজনৈতিক দল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আদিবাসীদের ব্যবহার করেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক যোগদান সভায় তিনি বলেন, “কংগ্রেস ছাড়া আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন সম্ভব নয়। অতীতে কংগ্রেস আদিবাসীদের জন্য বহু উন্নয়নমূলক কাজ করেছে এবং বর্তমানেও তাদের দাবি-দাওয়া নিয়ে আন্তরিকভাবে ভাবছে।”
এদিনের সভায় আইএনপিটি দল থেকে ৯ জন এবং টাকারজলা বিধানসভা কেন্দ্রের তিপরা মথা দল থেকে ২ জনের মোট ১১ পরিবারের ৪২ জন ভোটার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে যোগ দেন। তাদের দলীয় পতাকা দিয়ে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
বিধায়ক বর্মণ আরও জোর দিয়ে বলেন, “কংগ্রেস ব্যতীত অন্যান্য রাজনৈতিক দলগুলি আদিবাসীদের নিয়ে শুধুই খেলা করেছে।” এই যোগদান সভা কংগ্রেসের আদিবাসী সম্প্রদায়ের প্রতি প্রতিশ্রুতি ও তাদের উন্নয়নের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।