নিউজ ডেস্ক || সন্ত্রাসবাদ যে কোনো রূপে হোক না কেন, তা সভ্যতা ও মানব উন্নয়নের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা। আজ সংসদ ভবনে শ্রীলঙ্কার ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির চেয়ারম্যান ডঃ রিজভি সালিহ-এর নেতৃত্বাধীন এক শ্রীলঙ্কান সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, “কোনো একটি দেশ বা অঞ্চলের প্রতি হুমকি মানে মানবতার প্রতি হুমকি।” সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে একটি সাধারণ কৌশল নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শ্রীলঙ্কান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে অধ্যক্ষ বিড়লা বলেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্ব সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও সভ্যতাগত মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি ভারতের সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামে সংহতি প্রকাশের জন্য শ্রীলঙ্কার প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা জানান। বর্তমানে শ্রীলঙ্কার প্রতিনিধিদল ‘পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসিজ’ (পিআরআইডিই)-এর উদ্যোগে আয়োজিত এক সপ্তাহব্যাপী সক্ষমতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছে।
শ্রী বিড়লা গর্বের সঙ্গে উল্লেখ করেন, ভারত ও শ্রীলঙ্কা বৌদ্ধ ঐতিহ্যের মাধ্যমে গভীরভাবে যুক্ত। তিনি ফিনটেক, ডিজিটাল অবকাঠামো এবং কানেক্টিভিটি ক্ষেত্রে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার কথা তুলে ধরেন। বিশেষ করে, শ্রীলঙ্কায় UPI-ভিত্তিক পেমেন্ট সিস্টেম চালু এবং সমুদ্র ও আকাশপথে পর্যটন সংযোগ বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার হয়েছে।
ভারতীয় সংসদের প্রযুক্তিগত অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে সংসদীয় কার্যপ্রণালীতে জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের নিয়মিত বিনিময়ের ফলে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও মজবুত হয়েছে বলেও তিনি জানান।
শ্রী বিড়লা আরও বলেন, ভারতের সংসদীয় কমিটি, আইন প্রণয়ন ও বাজেট প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী ও জনগণের কাছে জবাবদিহিমূলক করেছে। পিআরআইডিই এ পর্যন্ত ১১০টিরও বেশি দেশের সংসদ সদস্য ও কর্মকর্তাদের জন্য সক্ষমতা উন্নয়ন কর্মসূচি পরিচালনা করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচি শ্রীলঙ্কার প্রতিনিধিদলকে তাদের সংসদ পরিচালনার ক্ষেত্রে গভীর উপলব্ধি দেবে।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ডঃ রিজভি সালিহ ভারতের লোকসভার অধ্যক্ষের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং শ্রীলঙ্কা সরকার ও জনগণের পক্ষ থেকে ভারতের সংসদকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভারত ও শ্রীলঙ্কা বহু শতাব্দী ধরে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনে আবদ্ধ। ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে। বৈঠকে লোকসভার সচিব শ্রী উৎপল কুমার সিং উপস্থিত ছিলেন।