নিউজ ডেস্ক || উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন অঞ্চলে গতকাল রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবনে বিঘ্ন ঘটেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সঞ্চালনের ফলে এই নিম্নচাপ তৈরি হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় দক্ষিণ দিকে প্রসারিত। এটি বর্তমানে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
ত্রিপুরার সমস্ত জেলায় আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এদিকে, আজ রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।