নিউজ ডেস্ক || টানা বৃষ্টি ও বন্যার জেরে বিপর্যস্ত ত্রিপুরার রাজধানী আগরতলা। শহরের একাধিক এলাকায় জলমগ্ন অবস্থায় গড়ে ওঠা অস্থায়ী ত্রাণ শিবিরগুলি রবিবার পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজস্ব দপ্তরের সচিব বিজেস পান্ডে, পশ্চিম ত্রিপুরার জেলা শাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা।
পরিদর্শনের সময় শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দারা মুখ্যমন্ত্রীর সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করেন, দুই দিন ধরে জলবন্দি অবস্থায় শিবিরে থাকলেও প্রশাসনের তরফে কোনো খাদ্য বা ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। শিশু ও বৃদ্ধদের চরম দুর্ভোগের কথা তুলে ধরে তাঁরা জানান, প্রাথমিক আশ্বাস সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মুখ্যমন্ত্রী ডা. সাহা শিবিরবাসীদের আশ্বস্ত করে বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। কোথায় গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” তাঁর এই পরিদর্শনের পর প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলিকে পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, টানা বৃষ্টির কারণে আগরতলা ও সংলগ্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত। প্রশাসন দাবি করলেও যে উদ্ধার ও ত্রাণ বিলির কাজ চলছে, বাস্তবে পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন অনেকে। তবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতির উন্নতির আশায় রয়েছেন শিবিরবাসীরা।


