নিউজ ডেস্ক ।। ২০২৫ সালের ৫ই জুন কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ১৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন । প্রায় ২৬.৫৬ কোটি টাকা প্রস্তাবিত ব্যয়ের এই প্রকল্পগুলির মধ্যে ছিল কুমারঘাট মহকুমা শাসকের নতুন ভবন, বেতছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, পি.এম. জনমনের অন্তর্গত সাধুচন্দ্রপাড়া ও সেবাচন্দ্রপাড়ায় দুটি মাল্টিপারপাস সেন্টার এবং পেঁচারথলে অগ্নিনির্বাপণ কেন্দ্র । এছাড়াও পেঁচারথলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন, শান্তিপুর হাইস্কুলের অতিরিক্ত শ্রেণিকক্ষ, কুমারঘাট মহকুমার সোনাইছড়ি, সায়দাবাড়ি, বেতছড়া ও দেওভ্যালিতে ৪টি নতুন উপস্বাস্থ্যকেন্দ্রের পাকা বাড়ি, রতিয়াবাড়িতে নতুন আর.সি.সি. ফুট ব্রিজ, মাকুছড়া তহশিল কাছারির নতুন ভবন, উত্তর পূর্ব কাঞ্চনবাড়ি হাইস্কুলের অতিরিক্ত শ্রেণিকক্ষ এবং দুধপুর স্কুলের সায়েন্স ল্যাব ও আর্ট অ্যান্ড ক্রাফটের কক্ষ উদ্বোধন করা হয় । গ্রামোন্নয়ন দপ্তর এই প্রকল্পগুলির নির্মাণের দায়িত্বে রয়েছে ।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রাজ্যে ৫৭৮ কোটি টাকার পরিকাঠামো উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন হয়েছে । তিনি জোর দিয়ে বলেন যে সরকার এই উন্নয়নমূলক কাজগুলির জন্য দায়বদ্ধ এবং জনগণ এই সুবিধাগুলি পাওয়ার অধিকারী । মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে পঞ্চায়েত স্তরের উন্নয়নে রাজ্য সম্প্রতি জাতীয় স্তরে ৭টি পুরস্কার অর্জন করেছে । গোমতী ও ধলাই জেলাও সম্প্রতি উন্নয়নের জন্য দেশে সম্মানিত হয়েছে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধায়ক ভগবান চন্দ্র দাস, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ড. কে শশীকুমার, ঊনকোটি জেলার জেলাশাসক ড. তমাল মজুমদার এবং ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর ।
- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এবং অতিথিরা গীতাঞ্জলি অডিটোরিয়ামের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন । তিনি পরিবেশকে সুন্দর ও নির্মল রাখতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং জানান যে গত বছর বন দপ্তরের উদ্যোগে সারা রাজ্যে পাঁচ মিনিটে ৫ লক্ষ গাছ লাগানো হয়েছিল ।
- কেন্দ্র ও রাজ্য সরকার সমাজের প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন জনমুখী প্রকল্প হাতে নিয়েছে । এই প্রকল্পগুলি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাজ্যজুড়ে দুটি পর্যায়ে “প্রতি ঘরে সুশাসন অভিযান” চালানো হয়েছে, যা উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে । জনগণের কোনো অভিযোগ থাকলে “আমার সরকার” পোর্টালের মাধ্যমে দ্রুততার সাথে হস্তক্ষেপ করা হচ্ছে ।
- মানুষকে স্বনির্ভর করতে বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ৫৬ হাজার স্বসহায়ক দল রয়েছে । সরকার এ পর্যন্ত এই স্বসহায়ক দলগুলিকে ৭০০ কোটি টাকা রিভলভিং ফান্ড দিয়েছে ।
- বর্তমান সরকারের সময়ে ১৯ হাজারেরও বেশি সরকারি চাকরি দেওয়া হয়েছে । এছাড়াও আউটসোর্সিং-এর মাধ্যমে আরও ৫ হাজারেরও বেশি নিয়োগ দেওয়া হয়েছে ।
- কুমারঘাট, ধর্মনগর ও উদয়পুর রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পে যুক্ত হয়েছে । কৈলাসহরের বিমানঘাঁটি পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে ।
- ঊনকোটিতে নদীর বাঁধ ভাঙ্গনের মতো কিছু সমস্যা সমাধানে কাজ চলছে ।
শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন যে, এতগুলি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের ফলে কুমারঘাট মহকুমার মানুষ নানাভাবে উপকৃত হবেন । তিনি জোর দেন যে পানীয়জল, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যের মতো প্রয়োজনীয় বিষয়গুলি মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য । বিধায়ক ভগবান চন্দ্র দাসও অনুষ্ঠানে বক্তব্য রাখেন । জেলাশাসক ড. তমাল মজুমদার স্বাগত বক্তব্য রাখেন, এবং অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা ধন্যবাদ জ্ঞাপন করেন ।