নিউজ ডেস্ক ।। ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাবি করেছেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন না। তাঁর মতে, বিজেপি সরকার সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।
গতকাল রাতে মসজিদ পট্টি এলাকায় কংগ্রেসের ছাত্র ও যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনা এই অভিযোগের সত্যতা প্রমাণ করে বলে মনে করেন জিতেন্দ্র। তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের অজুহাতে শাহজাহান ইসলামের বাড়িতে হামলা চালানো হয়েছে। দুষ্কৃতীরা তাঁর বাড়ি ভাঙচুর করেছে এবং পরিবারের সদস্যদের উপর আক্রমণ করেছে। এমনকি, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়া বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার উপরও আক্রমণের চেষ্টা করা হয়। এই ঘটনা অত্যন্ত বর্বরোচিত এবং ত্রিপুরায় আইনের শাসনের অনুপস্থিতি স্পষ্ট করে।”
জিতেন্দ্র চৌধুরী আরও প্রশ্ন তুলে বলেন, “ব্যক্তিগত আক্রমণ যদি অপরাধ হয়, তাহলে বিজেপির একাংশ নেতারা ক্রমাগত বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে, তাদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না?” তিনি দাবি করেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে, এবং মুখ্যমন্ত্রীর নিষ্ক্রিয়তা এই সংকটকে আরও গভীর করছে।
এই ঘটনার প্রেক্ষিতে বিরোধী দলগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে। জিতেন্দ্র চৌধুরী সরকারের কাছে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ত্রিপুরার এই অশান্ত পরিস্থিতি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।