নিউজ ডেস্ক || ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাইপ্রাস সফরের দ্বিতীয় দিনে আজ নিকোশিয়ার রাষ্ট্রপতি ভবনে তাঁকে সান্মানিক অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিদিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক এবং ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরের মতো আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ও আলোচনায় স্থান পায়।
আজই প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি ক্রিস্টোডুলিদিস নিকোশিয়া টাউন হল পরিদর্শন করবেন এবং জাতিসংঘের প্রতীকী যুদ্ধবিরতি রেখা ঘুরে দেখবেন। এই সফরকে ভারতের শান্তি প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গতকাল লিমাসোলে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “সাইপ্রাসের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ প্রসারিত হচ্ছে, যা দুই দেশের মধ্যে গভীর অর্থনৈতিক বন্ধনের প্রতিফলন।” তিনি ভারতের জিএসটি, ডিজিটাল ইনোভেশনের মতো সংস্কার তুলে ধরে সাইপ্রাসের বিনিয়োগকারীদের জন্য জাহাজ চলাচল, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ফিনটেক ও সিভিল অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
এই সফর ভারত ও সাইপ্রাসের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।