নিউজ ডেস্ক || ত্রিপুরার রাজনৈতিক মঞ্চে নতুন বিতর্কের সূত্রপাত। বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরীর বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। জিতেন্দ্র চৌধুরীকে “শব্দ ও ভাষা জ্ঞানহীন” আখ্যা দিয়ে তাঁকে মানসিক হাসপাতালে চিকিৎসার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।
গতকাল সাব্রুম মহকুমায় এক জনসভায় জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন। বিশেষ করে বিপ্লব কুমার দেবের শারীরিক গঠন নিয়ে তিনি তির্যক মন্তব্য করেন, বলেন, “যে যত লম্বা, সে তত বেকুব।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ এক সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী রতন লাল নাথ তীব্র প্রতিক্রিয়া জানান।
মন্ত্রী নাথ বলেন, “শব্দের অর্থ বুঝে তার প্রয়োগ করা জরুরি। না হলে তা মানুষকে আঘাত করতে পারে। দুর্ভাগ্যবশত, জিতেন্দ্র চৌধুরীর শব্দের গুরুত্ব বোঝার মতো মানসিকতা বা বুদ্ধি নেই।” তিনি আরও বলেন, জিতেন্দ্র চৌধুরীর মন্তব্য শুধু বিপ্লব কুমার দেব বা হিমন্ত বিশ্বশর্মাকেই নয়, বরং বিশ্বের সকল লম্বা মানুষের প্রতি অপমানজনক। তিনি প্রশ্ন তুলে বলেন, “জিতেন্দ্র বাবুর মতে, যাঁদের উচ্চতা বেশি, তাঁরা বুদ্ধিহীন। তাহলে কি সিপিএমের প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকারও বুদ্ধিহীন?”
কৃষিমন্ত্রী আরও অভিযোগ করেন, জিতেন্দ্র চৌধুরী তাঁর মন্তব্যের মাধ্যমে সারা বিশ্বের লম্বা মানুষদের অপমান করেছেন। তিনি দাবি করেন, “জিতেন্দ্র বাবু যদি সুস্থ মানুষ হন, তাহলে তাঁর উচিত অসমের মুখ্যমন্ত্রী, বিপ্লব কুমার দেব এবং তিপরা মথার কাছে ক্ষমা চাওয়া। আর যদি তিনি মানসিকভাবে অসুস্থ হন, তাহলে তাঁকে অবিলম্বে হাসপাতালে চিকিৎসা নেওয়া উচিত।”
এই ঘটনা ত্রিপুরার রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। জিতেন্দ্র চৌধুরীর মন্তব্য এবং তার জেরে কৃষিমন্ত্রীর প্রতিক্রিয়া রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা করেছে। এখন দেখার বিষয়, এই বাকযুদ্ধ কোন দিকে মোড় নেয়।