তেলিয়ামুড়ায় ধরতি আবা অভিযানের আওতায় সফল প্রশাসনিক শিবির
নিউজ ডেস্ক || ‘ধরতি আবা জনভাগীদারী’ অভিযানের অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ১৫ দিনব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই ৫ হাজারেরও বেশি নাগরিক গুরুত্বপূর্ণ সরকারি নথি হাতে পেয়েছেন। শুক্রবার মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে উত্তর মহারানী স্কুলে একটি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ২০০ পরিবারের সদস্য, বিশেষত ছাত্রছাত্রীরা, এস টি সার্টিফিকেট, আধার কার্ড, পি আর টি সি-সহ বিভিন্ন সরকারি নথি গ্রহণ করেন।
শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। নথিগুলি মন্ত্রী এবং মহকুমা শাসকের হাত দিয়ে বিতরণ করা হয়।
সাক্ষাৎকারে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “বিগত সরকারের অবহেলার কারণে বহু ছাত্রছাত্রী ও পরিবার সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। ধরতি আবা অভিযানের মাধ্যমে তারা এখন তাদের প্রাপ্য নথি পাচ্ছে।” তিনি জানান, ভবিষ্যতেও এই ধরনের শিবিরের মাধ্যমে বঞ্চিতদের পাশে থাকবে প্রশাসন।
নথি হাতে পেয়ে এলাকার মানুষ উৎফুল্ল হয়ে সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। এই শিবির ‘ধরতি আবা জনভাগীদারী’ অভিযানের সফল বাস্তবায়নের এক দৃঢ় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।