নিউজ ডেস্ক || ত্রিপুরা রাজ্যের নলছড়ের বিধায়ক কিশোর বর্মণ আজ বিধানসভার দরবার হলে রাজ্যের নবনির্বাচিত মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁকে শপথবাক্য পাঠ করান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সুধাংশু দাস সহ রাজ্যের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কিশোর বর্মণ বলেন, “আমি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।” তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কিশোর বর্মণের এই নিয়োগ ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। তাঁর নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণে নতুন দিশা পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।