ত্রিপুরার একমাত্র ফিসারি কলেজে বৃহস্পতিবার উদযাপিত হলো ২৫তম জাতীয় মৎস্য চাষি দিবস। মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে রাজ্য সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এই দিবসটি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে মৎস্য মন্ত্রী সুধাংশু দাস জানান, মৎস্যচাষীদের উৎসাহিত করতে এবং তাদের মাধ্যমে স্বাবলম্বনের পথকে শক্তিশালী করতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাজ্যের প্রায় ৯৮% জনসংখ্যা মৎস্যভোজী। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ত্রিপুরায় মাছের বার্ষিক চাহিদা প্রায় ১,১৭,২৮৭ মেট্রিক টন, যার মধ্যে স্থানীয়ভাবে উৎপাদিত হয় ৮৫,৮০৫.৬৮ মেট্রিক টন। বাকি ঘাটতি পূরণের জন্য অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে মাছ আমদানি করা হয়।
বর্তমানে রাজ্যের আটটি জেলায় মোট ১৫,০৮৪ জন জেলে রয়েছেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার মাধ্যমে জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। মন্ত্রী সুধাংশু দাস জানান, এই প্রকল্পগুলির মাধ্যমে জেলেদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে।
এই দিবসের অনুষ্ঠানে মৎস্যচাষের গুরুত্ব এবং ত্রিপুরার অর্থনীতিতে এর অবদান তুলে ধরা হয়। রাজ্য সরকারের এই উদ্যোগ মৎস্যচাষীদের মধ্যে নতুন উদ্যম সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।