আগরতলায় বিশেষ লোক আদালত: ৩৯২২ মামলার নিষ্পত্তি
নিউজ ডেস্ক || ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে আজ আগরতলায় এক বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা হাইকোর্টের সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা আদালতগুলোতেও একযোগে এই লোক আদালতের আয়োজন করা হয়। এই উদ্যোগের লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করা।
এদিনের লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ, বৈবাহিক বিরোধ, ব্যাংক ঋণ সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি করা হয়। চারটি কোর্টে মোট ৩৯২২টি মামলা সফলভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এই আদালতের মাধ্যমে বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার প্রদানের পাশাপাশি আদালতের উপর মামলার চাপ কমানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির এই প্রয়াস সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা বাড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।