নিউজ ডেস্ক || মহারাজগঞ্জ বাজারে ৩৫ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক মৎস্য বাজার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মহারাজগঞ্জ মৎস্য বাজার পরিদর্শনকালে এ কথা জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত এবং অন্যান্য আধিকারিকগণ।
মন্ত্রী জানান, এই বাজারের বেশিরভাগ ব্যবসায়ী এসসি সম্প্রদায়ের। তাঁদের জন্য অত্যাধুনিক সুবিধাযুক্ত বাজার গড়ে তুলতে এসসি ওয়েলফেয়ার দপ্তর এই প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের জন্য ইতিমধ্যে ৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিন তলা বিশিষ্ট (জি+২) এই বাজারে জল নিষ্কাশন ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং অন্যান্য আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে, যাতে ক্রেতা-বিক্রেতা উভয়ের সমস্যা দূর হয়।
মন্ত্রী বলেন, “মাছের বাজারে জল নিষ্কাশন ও পরিচ্ছন্নতার সমস্যা সমাধানে আমরা একটি আধুনিক মানের বাজার গড়তে কাজ করছি।”
এছাড়া, সরকার ডুম্বুর জলাশয়ের মাছ রাজ্যের মধ্যে সরবরাহের জন্য এপেক্স কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে, যাতে এই মাছ রাজ্যের বাইরে না যায়। মন্ত্রী এ বিষয়ে সরকারের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।
এই উদ্যোগ স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও ক্রেতাদের জন্য উন্নত বাজার ব্যবস্থা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।