নিউজ ডেস্ক || দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক আর নেই। রবিবার দুপুর আনুমানিক ৩:৪৫ মিনিটে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল প্রয়াণে গোটা সংবাদ জগৎ শোকাহত।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে প্রদীপ দত্ত ভৌমিক দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি পরলোক গমন করেন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব এবং মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ অনেকে।
মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সামাজিক মাধ্যমে শোকবার্তায় লিখেছেন, “প্রদীপ দত্ত ভৌমিকের অকাল প্রয়াণে গভীরভাবে মর্মাহত। তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছিলাম। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।”
এছাড়াও, সাংসদ বিপ্লব কুমার দেব গতকাল এইমস-এ গিয়ে প্রদীপ দত্ত ভৌমিকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন। তাঁর প্রয়াণে সামাজিক মাধ্যমে শোক জানিয়ে তিনি এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁর অবদানের কথা স্মরণ করেছেন।
প্রদীপ দত্ত ভৌমিকের প্রয়াণে সংবাদ জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। তাঁর আত্মার শান্তি কামনায় সংবাদ জগৎ ও তাঁর শুভানুধ্যায়ীরা প্রার্থনা করছেন।