নিউজ ডেস্ক || শহরের লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় প্রাক্তন বিজেপি সভাপতি প্রয়াত ব্রজেশ চক্রবর্তীর বাড়িতে চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বাড়িতে কেউ বসবাস করেন না, এবং প্রয়াত ব্রজেশ চক্রবর্তীর স্ত্রী গায়েত্রী চক্রবর্তী কলকাতায় থাকেন। বাড়িটিতে একটি সংস্থা সরকারি স্কিম সংক্রান্ত কাজের জন্য ঘর ভাড়া নিয়ে অফিস পরিচালনা করে।
শনিবার রাতে অফিস বন্ধ করে কর্মীরা চলে যাওয়ার পর, অজ্ঞাতপরিচয় চোরের দল বাড়ির একটি জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা ঘরের বিভিন্ন জিনিস উলটপালট করে, কিন্তু মূল্যবান কিছু না থাকায় কোনো সামগ্রী চুরি করতে ব্যর্থ হয়। আজ সকালে অফিসে এসে কর্মীরা ভাঙা জানলা ও উলটপালট ঘর দেখতে পেয়ে তৎক্ষণাৎ পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে শহরের কেন্দ্রস্থলে এমন ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন উঠেছে। এই ঘটনা শহরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, এবং পুলিশের তরফে কঠোর পদক্ষেপের দাবি উঠছে।