নিউজ ডেস্ক || আগরতলা পুর নিগমের বিরুদ্ধে দুর্নীতি ও জনসুবিধার অভাবের অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার নিগম কার্যালয়ের সামনে দলের নেতৃবৃন্দ ও কর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদ সভা করেন। তাঁদের অভিযোগ, নিগম জনগণের মৌলিক চাহিদা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তৃণমূল কংগ্রেসের এক নেতা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আগরতলা পুর নিগম জনগণের কল্যাণে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। রাজ্যবাসী সঠিকভাবে পানীয় জল পাচ্ছেন না, রাস্তাঘাটের বেহাল দশা, এবং অলিগলিতে ড্রেনের কাজ অসম্পূর্ণ রয়েছে। অথচ জনগণের সমস্যা সমাধানের পরিবর্তে শুধুমাত্র বিভিন্ন ট্যাক্স চাপিয়ে দেওয়া হচ্ছে।”
বিক্ষোভকারীরা নিগমের এই “উদাসীনতা ও দুর্নীতির” বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি আগরতলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। দলের নেতৃত্ব জানিয়েছেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন অব্যাহত থাকবে।