নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার অন্যতম জনমুখী উদ্যোগ “মুখ্যমন্ত্রী সমীপেষু” কার্যক্রম আজ তার ৫০তম সংস্করণ সম্পন্ন করেছে, যা রাজ্যের জনসেবার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে জনগণ তাদের অভাব-অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ পান।
আজকের কার্যক্রমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনসাধারণ তাদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রতি বুধবার নিয়মিতভাবে আয়োজিত এই কার্যক্রমে মুখ্যমন্ত্রী এবং তাঁর কার্যালয় আন্তরিকতা ও দায়বদ্ধতার সাথে জনগণের সমস্যা সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন।
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, “এই কার্যক্রম আমাকে জনগণের সমস্যা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ দিয়েছে। এই ব্যক্তিগত আলাপচারিতা শুধু সমস্যা সমাধানের পথই খুলে দেয়নি, বরং আরও সহানুভূতি ও নিষ্ঠার সাথে তাদের সেবা করার প্রেরণাও জুগিয়েছে।”
“মুখ্যমন্ত্রী সমীপেষু” কার্যক্রম ত্রিপুরার জনগণ ও সরকারের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে, যা জনকল্যাণমূলক শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। ৫০তম সংস্করণের এই সাফল্য রাজ্যের প্রশাসনের জনমুখী দৃষ্টিভঙ্গির এক জ্বলন্ত প্রমাণ।