নিউজ ডেস্ক || ত্রিপুরার প্রখ্যাত সাংবাদিক ও হেডলাইন্স ত্রিপুরার সম্পাদক প্রণব সরকারকে SAARC জার্নালিস্ট ফোরাম (SJF)-এর ত্রিপুরা রাজ্য শাখার কনভেনর হিসেবে মনোনীত করা হয়েছে। SJF হলো একটি আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন, যা দক্ষিণ এশিয়ার SAARC অঞ্চলে শান্তি, মানবাধিকার, সাংবাদিকদের অধিকার, প্রেস ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে।
SJF আশা প্রকাশ করেছে যে, প্রণব সরকার ত্রিপুরা রাজ্য শাখার কনভেনর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করবেন এবং সংগঠনের উদ্দেশ্য পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। সম্প্রতি গুয়াহাটির তাজ হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিখ্যাত অভিনেতা শরমান জোশীর হাত থেকে প্রণব সরকার এই সম্মান গ্রহণ করেন। উল্লেখ্য, উত্তর-পূর্বাঞ্চলের ইলেকট্রনিক মিডিয়ার মাত্র কয়েকজন সম্পাদক এই ধরনের সম্মানে ভূষিত হয়েছেন, যা তাঁর এই অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
প্রবীণ সাংবাদিক প্রণব সরকার বর্তমানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর এই বহুমুখী অবদান ত্রিপুরার সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত।