নিউজ ডেস্ক || ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব সম্প্রতি তাঁর মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বিশেষ মুহূর্তকে তিনি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে লিখেছেন, “আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গর্বের এবং স্মরণীয়। আমার শ্রদ্ধেয় মায়ের পাশাপাশি যশস্বী এবং বিশ্ব প্রসিদ্ধ নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির সাথে সাক্ষাতের সৌভাগ্য হয়েছে।”
সাংসদ আরও জানান, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা এবং দেশের প্রতি তাঁর নিষ্ঠা প্রতিবারই তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তিনি লেখেন, “প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এক আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি পাই। তাঁর এই অন্তরঙ্গ পরিবার ভাবনার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
এই সাক্ষাৎ ত্রিপুরার সাংসদের জন্য কেবল ব্যক্তিগত গর্বের বিষয়ই নয়, বরং তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন উদ্যম যোগাবে বলে মনে করা হচ্ছে।


