নিউজ ডেস্ক || দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় এডিসি এলাকার জনগণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে নায্য দাবি আদায়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘোষণা করেন।
প্রদ্যোত কিশোর বলেন, “ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণায় বিলম্বের কারণে গ্রামবাসীরা বিভিন্ন সমস্যায় পড়ছেন। জোট শরিক হিসেবে থেকেও যদি জনগণের কাজে না আসতে পারি, তবে তাতে কোনো লাভ নেই।” তিনি জানান, জনগণের অধিকার নিশ্চিত করতে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবেন।
এই ঘোষণা এডিসি এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গ্রামবাসীরা আশা করছেন, এই পদক্ষেপের ফলে দ্রুত নির্বাচনের মাধ্যমে তাদের সমস্যার সমাধান হবে।