নিজস্ব প্রতিনিধি || ভাগ্যের নির্মম পরিহাসে জর্জরিত বিশালগড় বিধানসভার চন্দ্রনগর পঞ্চায়েতের নদীলাখ এলাকার দরিদ্র দিনমজুর দম্পতি ছানু মিয়া ও মনোয়ারা বেগম। স্বামী ছানু মিয়া ক্যান্সারের সঙ্গে এবং স্ত্রী মনোয়ারা বেগম কিডনি রোগে আক্রান্ত হয়ে ডায়ালাইসিসের মাধ্যমে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। দুজনেই শয্যাশায়ী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এই দম্পতির দুই ছেলে, ইদন মিয়া ও হামেদ মিয়া, দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালান। কিন্তু নিজেদের সংসার ও অসুস্থ বাবা-মায়ের চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন তারা। এলাকার বিধায়ক সুশান্ত দেব একবার নিজে গিয়ে পরিবারটির পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য প্রদান করেছেন। গ্রামবাসীরাও চাঁদা তুলে এই পরিবারকে সহযোগিতা করেছেন। তবে, এই সাহায্য দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য যথেষ্ট নয়। দিন দিন এই দম্পতি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন।
বুধবার স্থানীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামের মানুষ এই দরিদ্র দম্পতির চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তারা বলেন, “এই পরিবারের জন্য সরকারি সাহায্যই একমাত্র ভরসা। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, যাতে এই দম্পতি সঠিক চিকিৎসা পেয়ে বেঁচে উঠতে পারেন।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসীরা আশা করছেন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের মাধ্যমে এই পরিবারের জন্য একটি নতুন জীবনের সম্ভাবনা তৈরি হবে।