নিউজ ডেস্ক || রাজ্য লেবার কমিশনের উদ্যোগে শনিবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে রাজ্যের আউটসোর্সিং কোম্পানির কার্যকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল আসন্ন দুর্গাপূজার বোনাস যাতে আউটসোর্সিং কর্মচারীরা সময়মতো পান, তা নিশ্চিত করা। রাজ্য সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায় জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে বোনাস সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে এবং আগামী ২৭শে আগস্টের মধ্যে আরেকটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন রাজ্যের লেবার কমিশনার বিশ্বজিত পাল, যুগ্ম লেবার কমিশনার বিনয় দাস, সচিব টি কে দেবনাথ সহ রাজ্যের বিভিন্ন আউটসোর্সিং কোম্পানির প্রতিনিধিরা। এই উদ্যোগের মাধ্যমে আউটসোর্সিং কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করার লক্ষ্যে রাজ্য সরকারের প্রতিশ্রুতি পুনরায় প্রকাশ পেয়েছে।