নিউজ ডেস্ক ||শহরের প্রাণকেন্দ্র বনমালীপুরের ইয়ংস কর্নার ক্লাব সংলগ্ন এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরের দল তালা ভেঙে শুক্লা দেববর্মার বাড়িতে ঢুকে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে পালিয়েছে।
শুক্লা দেববর্মা জানিয়েছেন, তিনি গত রাতে বাড়িতে ছিলেন না। এই সুযোগে চোরেরা আলমারিতে রাখা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর পাওয়ার পর পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, শহরের মাঝখানে বারবার এমন চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটির ইঙ্গিত দিচ্ছে। স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্তে নেমেছে এবং চোরদের ধরতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। এলাকায় নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত টহলের ব্যবস্থাও করা হয়েছে।


