নিউজ ডেস্ক || অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের ত্রিপুরা সহ উত্তর-পূর্বের রাজ্যগুলির দায়িত্ব গ্রহণ করেছেন কংগ্রেসের পরিষদীয় দল নেতা বিরজিৎ সিনহা। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি ত্রিপুরা ও অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যের পঞ্চায়েত পরিষদের কমিটির সার্বিক কার্যক্রম ও পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
বিরজিৎ সিনহার এই নতুন দায়িত্ব গ্রহণকে ত্রিপুরার কংগ্রেস নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন। তাঁর নেতৃত্বে পঞ্চায়েত পরিষদের কার্যক্রম ত্রিপুরা ও উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যে নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতৃবৃন্দ।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। এই উদ্যোগ ত্রিপুরার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।