নিউজ ডেস্ক || ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেন। এই নিয়োগ ত্রিপুরা লোকসেবা আয়োগ (টিপিএসসি) কর্তৃক প্রকাশিত মেধাতালিকার ভিত্তিতে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা টিপিএসসি’র মেধাতালিকার গ্রেড নিয়ে বিভিন্ন মহল থেকে উঠে আসা সমালোচনার জবাব দেন। তিনি বলেন, “টিপিএসসি’র গ্রেড নিয়ে ভুল বোঝানো হচ্ছে। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে চিকিৎসকদের ডিগ্রি অর্জনের পর মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তাঁদের প্র্যাকটিসের অনুমোদন দেয়। তাই চিকিৎসকদের গুণগত মান নিয়ে সন্দেহ করা উচিত নয়। টিপিএসসি’র গ্রেড শুধুমাত্র সরকারি চাকরিতে নিয়োগের জন্য।”
মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারি চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “দুর্গা পূজার সময় চাঁদার জুলুমের দায় যেমন সরকারের উপর বর্তায়, তেমনি চিকিৎসকদের কর্মক্ষেত্রে ভূমিকাও সরকারের সঙ্গে সম্পর্কিত।” তিনি চিকিৎসকদের দায়িত্বশীলভাবে কাজ করার জন্য আহ্বান জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে চিকিৎসক ও নার্স নিয়োগের পরিকল্পনার কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসারের ৩৩২টি শূন্যপদ পূরণের প্রশাসনিক কার্যক্রম চলছে। এছাড়া, আরও ১০০টি নতুন শূন্যপদ সৃষ্টি ও পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে এই পদক্ষেপগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।