আগরতলায় শিশু অধিকার সংরক্ষণ সম্মেলন: মুখ্যমন্ত্রী বললেন, শিশুদের সুরক্ষা সবার দায়িত্ব
নিউজ ডেস্ক || শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের সুরক্ষায় প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে—একথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত “একদিনব্যাপী উত্তর-পূর্বাঞ্চলীয় শিশু অধিকার সংরক্ষণ সম্মেলন”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী বলেন, “শিশুরা আমাদের সমাজের ভিত্তি। তাদের অধিকার রক্ষা করা কেবল সরকার বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব।” তিনি জানান, ত্রিপুরা সরকার শিশু সুরক্ষার জন্য নিরলস কাজ করে চলেছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে রাজ্যে প্রায় ২৮ জন শিশু আইনি দত্তক গ্রহণের মাধ্যমে স্নেহময় পরিবার পেয়েছে। এছাড়া, শিশু সুরক্ষাকে আরও জোরদার করতে রাজ্যের প্রতিটি জেলায় স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিট সক্রিয় রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশনের (এনসিপিসিআর) চেয়ারপার্সন তৃপ্তি গুড়হা, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় এবং দপ্তরের পরিচালক তপন কুমার দাস।
এই সম্মেলন শিশু অধিকার সুরক্ষার ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন উদ্যোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে।


