নিউজ ডেস্ক || গতকাল রাতে ত্রিপুরার বিধায়ক আবাসে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তিপরা মথার বিধায়ক ফিলিপ কুমার রিয়াং-এর অভিযোগ, রাতে তিনি বিশ্রাম নিচ্ছিলেন যখন অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতকারী তাঁর আবাসে প্রবেশ করে। তারা তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেয়। এই আকস্মিক ঘটনায় বিধায়ক আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
এই ঘটনার পর আজ সকালে পুলিশের মহানির্দেশক (ডিজিপি) আইপিএস অনুরাগ ধ্যানকর ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অভিযুক্তদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় তিন যুবক এই ঘটনায় জড়িত ছিলেন, যারা অন্য এক বিধায়কের আমন্ত্রণে সেখানে এসেছিলেন। তবে কোন বিধায়কের সঙ্গে তারা যুক্ত ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তিপরা মথার বিধায়করা, বিষকেতু দেববর্মার নেতৃত্বে, আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বিধায়ক আবাসে নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিষকেতু দেববর্মা সাংবাদিকদের বলেন, “একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর এমন হুমকি গণতান্ত্রিক পরিবেশের উপর সরাসরি আঘাত।”
মুখ্যমন্ত্রী তিপরা মথার প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন যে পুলিশ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং বিধায়ক আবাসের নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।