নিউজ ডেস্ক || বিধায়ক ফিলিপ কুমার রিয়াং-এর সরকারি আবাসে হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় চারজনের বিরুদ্ধে এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে প্রতীক দেবর্বমার নাম উল্লেখ করেছেন বিধায়ক। তিনি জানিয়েছেন, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং-এর আমন্ত্রণে ওই চারজন তাঁর আবাসে এসেছিলেন।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিলিপ কুমার রিয়াং জানান, সোমবার রাতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় প্রতীক দেবর্বমা সহ আরও তিনজন তাঁর আবাসে অনুপ্রবেশ করে আলোচনায় হস্তক্ষেপ শুরু করেন। তিনি একাধিকবার তাঁদের চলে যেতে অনুরোধ করলেও, অভিযুক্তরা আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি তৎক্ষণাৎ বিধায়ক বিশ্বজিৎ কালাইয়ের সরকারি কোয়ার্টারে আশ্রয় নেন।
ফিলিপ কুমার আরও জানান, অভিযুক্তরা বিধায়ক প্রমোদ রিয়াং-এর আমন্ত্রণে তাঁর আবাসে এসেছিলেন। এ ঘটনায় মঙ্গলবার তিনি এনসিসি থানায় প্রতীক দেবর্বমা সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তদন্তের অগ্রগতির দিকে সকলের নজর রয়েছে।