নিউজ ডেস্ক || ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের (টিএসইসিএল) আউটসোর্সিং কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও নিয়মিত বেতন প্রদানের দাবিতে আন্দোলনে নেমেছেন। আজ টাউনহলের সামনে থেকে একটি মিছিল করে বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টরের (এমডি) নিকট পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন তাঁরা।
টিএসইসিএল-এর সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে প্রায় ৬০০ জন আউটসোর্সিং কর্মী বিভিন্ন পদে গত পাঁচ বছর ধরে কাজ করে চলেছেন। এক কর্মীর অভিযোগ, প্রতিবছর বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। শুধু তাই নয়, গত ছয় মাস ধরে তাঁরা বেতন বঞ্চনার শিকার হচ্ছেন। কর্মীরা জানান, ন্যূনতম বেতনে তাঁদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বললে জানানো হয়েছে, বিদ্যুৎ দপ্তর থেকেই বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে কর্মীরা পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন।
তাঁদের দাবিগুলো হলো:
১. কর্মীদের নিয়মিতকরণ করা।
২. প্রতি মাসে নিয়মিত বেতন প্রদান।
৩. সঠিক সময়ে বেতন প্রদান।
৪. ইপিএফ, ইএসআই এবং মেডিকেল ছুটির সুবিধা প্রদান।
৫. নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা।
১. কর্মীদের নিয়মিতকরণ করা।
২. প্রতি মাসে নিয়মিত বেতন প্রদান।
৩. সঠিক সময়ে বেতন প্রদান।
৪. ইপিএফ, ইএসআই এবং মেডিকেল ছুটির সুবিধা প্রদান।
৫. নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা।
কর্মীরা জানিয়েছেন, তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


